কাল আবার এসে, " প্রিয়ংবদা" নামে ডাকবে সে!
দারুচিনি ঘ্রাণ মাখা, মৃদুমন্দ বাতাস
সে কথা বলে গেলো আজ।
" রা " শব্দ করা, অচেনা পাখির আর্তনাদ!
ঘুম ভেঙে দিলো যখন, তখন মধ্য রাত।
বাইরে অবাক চাঁদ! বিশ্ময়ে আমায় দেখে ...


সে এসে, দু'হাতে ওড়াবে - মেঘের পেঁজা তুলো,
একান্ত ভাবনাগুলো, লুকোনো যা কিছু ছিলো
দেয়াল- আড়ালে দেখতে চেয়ে,
আবদারী সুর তুলে বলবে আমাকে,
- " দাও! দাও না একবার দেখি!"
বাধা দিতেই, আরো বেশী আদরে
কণ্ঠ নেমে যাবে - তার খাদে।


নিজেকে বেশ জানি, চিনি ও খুব ভালো ভাবে।
তার কথার প্রতিটি শব্দ উৎচারণ;
এত বেশী আকর্ষণে হেলে দেবে!
চাইলেও পারবো-না তা'কে - ভুলে যেতে।
মগজ কোষের অ-নিরাময়ী সেই ঠাঁইগুলো,
সেই ভালোলাগা গুলোকে, ইচ্ছে হবেই!
আরো বেশি নিবিড় ভালো লাগা দিয়ে,
আরো অনেক সময় জুড়ে অনুরনণে বেঁধে,
বার বার, বার বার করে তার -
কথাগুলো যেন আমার
কানে, প্রাণে
বেজে বেজে,
নুপুরে-নিক্কনে, আরাধ্য ধ্যানে
সব কিছু, সব কিছুতে
সে সে করে
আমার সর্ব স্বত্তা জুড়ে-
সে প্রিয়তম!
আমিময় হয়ে রয়ে যাবে।