হাতটা বা‌ড়ি‌য়ে‌ছি‌লে; হা‌তের‌ স্পর্শ খোঁ‌জে,
মন বা‌ড়ি‌য়ে‌ছি‌লে বুঝি তারও আগে।


ভিরু চখি; মৃণালীনি; মন ভিগ চে‌য়ে,
‌কোমল চাহ‌ণি দেখে ড্যাব‌ড্যা‌বি‌য়ে,
কী করে আঁকে কবি; মনের ছবি,
নিরব কথামালা কবিতার রাগে।


‌বিনি সু‌তোর মালা বুঝি, এমনই জ‌ড়ায়,
‌তোমার দৃষ্টি ছোঁয়া; অমোঘ মায়ায়!
এভাবে বলা হ’লো- না বলা সব
শব্দহীন বাক্যলীন - কথার কলরব।