মানুষ ভালোবাসি, তার শিশু-মন দেখে।
বিশ্বাস করি সেই,  বিশ্বাসের চোখে চোখ রেখে।
অপরাধী তো সে,
বিশ্বাস ভেঙ্গে আত্মসাৎ করেছে যে -
অন্যের সম্পদ; ভালোবাসার পরত,
পরম পারাবত অন্তরের।
ভেঙ্গেছে বারংবার যে, কথার প্রতিজ্ঞা।


আপন সেজে, কাছে এসে  নিজেই
লতায় জড়িয়ে নিয়ে, পাতাবাহার মন
স্বর্ণলতা সে কেমন, গহীণে শেকড় গেড়ে
দুমড়ে মুচড়ে দিয়ে সব;  রঙ্গিন আড়ং-
সরস ফাল্গুণী কেন কথা রাখে নি?


অথচ সব ঢেলে সাজিয়ে সুখ
রাংতায় মুড়িয়ে দুখ, আড়াল করেছি
কালি, চোখের নিচের ।


খেলোয়াড়ি দাবার গুটি
একটিও সে ভুল চালেনি  
বেলোয়ারী বালিয়াড়ি -  জীবন মরুবৎ
যদিওবা ঘৃণায়, যাতনায় -  করি ছট-ফট
তবুও এগিয়ে চলি;
খুঁজে নিয়ে আরেক পথ; নতুন পথের বাঁকে।


নি:শব্দ নৈশ ভোজে
একাকী আহারী খোঁজে
একটি মায়ার হাত!
যেন এক খানি হাত ধরে আমার-
বসে আছে প্রিয় কেউ, প্রিয় সঙ্গী; তার প্রিয় ভঙ্গিমায় ।
আমার মুখের দিকে, আনত চোখের দিকে; তাকিয়ে অপলক
বাড়িয়ে দিচ্ছে গেলাসে, সুপেয় পানীয়।
মেটে না, তৃষ্ণা তা'তে যদিও
স্বপ্ন, সে তো স্বপ্ন-ই কেবল, বাস্তবে ভিন্ন, রূঢ়!