তোমাকে সমুদ্র ভেবে
স্বপ্ন-জল সাঁতরে পেয়েছে সে এক- ঝিনুকের ছল
তাতে কোন মুক্তো ছিলো না,
ছিলো না কারও প্রতীক্ষায় দিন গোনা
আলেয়ার আলো শুধু জ্বলে উঠেছিল
আঁধার শুন্যতায়- জলে।


ব্যাকুল সমুদ্র-তট, সয়ে গেছে প্রতারক সমুদ্র-জলের খেলা
আছড়ে টেনে খুলে নিয়ে গেছে- শাড়ির ভরম
সকল সংযম,
উদোম বুকের ঢেউ।
উলঙ্গ প্রেমিকা খোঁজে তার সম্ভ্রম
হাতড়িয়ে সমুদ্দুর ...


প্রিয় শাদা! শঙ্খ ঝিনুক
তুমি কোথায়?
কোথায় বন্ধু তা'র...!
আবৃত করো,
কুমারী লজ্জায় করো আনত, ওই লাল দোপাটি মুখ,
গোলাপী পর্দায় করো বিভাজিত;
              পৃথিবী এবং প্রিয়াকে।


তোমার করতলে মুঠিবদ্ধ করো, প্রিয়তম!
শক্ত খোলসের বুকে টেনে নাও, প্রিয়ার নরম দেহ
পোড়া চোখ দু’টো ঢেকে দাও অমাবস্যায়, তারপর-
       পৃথিবীর শেষ দিনতক পড়ে থাকো ওই সমুদ্র তটে
       মুক্তোপ্রেমী কোন সন্ধানীর খোঁজে।