আগুনে পোড়ায়-না তাকে আর!
আগুন-ই পুড়ে যায়; লেলিহান দহনে।
সাপের দংশনে হয়-না দেহ; বিষ-নীল,
সাপ-ই মরে যায়, গিলে তার তিক্ত অশ্লীল।


আগুনও এত পোড়েনি, সহেনি এমন! পুড়েছে সে এত,
সাপের গরলও দেয়-না; এতটা যাতনা! দিয়েছে তাকে যত!
সব সয়ে গেছে একা এক দেহে, মেলায়নি দেহে তবু অন্য দেহ।
দিবস রজনী পান করে গেছে “ভালোবাসা” নামের গরলামৃত।