ফুঁসে ওঠো আজ; নিজের ভেতর জোয়ারে,
জাগিয়ে তোল তোমাতে সুপ্ত যার পৌরুষ,
পিতার সৌর্য্য রক্ত-বীজে প্রথিত যে,
জেগে ওঠো সেই অহংকারের ঝংকারে!


অশ্রুধারা, জলাধারের হাহাকার
এক সাথে করো; তাবত জলের সঞ্চয়,
দুমড়ে ফেলো; প্রবেশোদ্যত অহং পুরুষের!
বত্রিশ কলার দ্বিগুন সৃজন অলংকারে।

জলের ঘুর্ণীতে ভেঙ্গে দাও; উদ্ধত মাস্তুল!
প্রবল ঝড়ে ডেকে আনো; বেদিশা প্রলয়,
বিশাল জাহাজের ডুবে যাক শ্বাস আমূল,
তোমার গোপন গর্ভাধারের অন্দরে।