অমন জাপ্টে ধরতে চাওয়ার কি আছে?
এত কাছে থাকে; পিঠ লাগিয়ে তোমার বুকে!
তুমি আছো; বাহুতে লতানো তার কটিদেশ,
মসৃণ উদরে রেখে হাত, বেঁধে রাখো রাত।
যা'র আওলানো কেশ; সুঘ্রাণ ছড়ায় বেশ!
মেথীতে মেশানো; নারকেল তেলের যত্ন
যার মায়ায় গাঁথা, আদিম কথকতা
নি:শ্বাসে প্রশ্বাস; দ্রুত ঘন হতে থাকা
সুরভীত ঘরময়; আনন্দময়ীর আগমনে
আজ তাই ডাকলে তা'কে; অন্য এক নামে।