যাই যেথা যত দূর....সমূ‌খে সমুদ্দুর
বনপথ ...পর্বত‌, পার হওয়া রোদ্দুর...
তু‌মি ছে‌ড়ো না এই হা‌তে রাখা হাত,
                      অন‌ন্তে সুপ্রভাত;
                                   য‌দি আসে!
ভাস‌বে খু‌শির ডানা- আরণ্যক সেই পা‌খি,
হাস‌বে আনত তার- স্বাপ্নিক দু'টি আঁখি;
                                  পৌরা‌ণিক সু‌খে।


চোখ মু‌দে আসা, আবেশী যেসব কথা-
                                 গভীরতম,        
নিরবে শুনবে তুমি, বলে যাবে বিভাময়ী-
" ভা‌লোবা‌সি আমিও যে তোমায়, প্রিয়তম!"