তুমি কী সেই ছেলে?
ঋজু পা যার ডুবেনি কখনো
নোংরা নর্দমার জলে?


চতুর ও চাতুরীর দৌরাত্ম্য;দেখবো আর বলো কত?
সমুদ্র গভীর যতখানি;গহীনে যেন তার ঠিক ততটাই ক্ষত!
তুমি ডুবেছ বলেই কী;অন্যকে ডুবাচ্ছ?
নানান ছলনা, ছদ্মবেশে, কুট-কৌশলে?
একে কী মনুষত্ব বা মানবিকতা বলে?


ফিরে এসো এ দিকে, এক পাশে!
একা থাকো!
তোমার ভেতর নিজেকে নিজেই;
মানুষ-আলোয় দেখো।
যা ভালোবাসো সে-ই তুমি।
ভালোবাসা এক আয়নার মত!