আয়নায় কল্পিত মুখাবয়ব
সতত ভাবনা র নায়ক,
সেখানে তুমি তার হৃদয়গত,
ইচ্ছে র বাইরের কেউ নও।


ঠিক মনের মত দেখা যায়
যেমনটি চায়
ডান পাশে;কাধের পিছনে
তোমার মাথার একাংশ,
পল্লব জুড়ে গাঢ় নীল!
যেন দেয়ালে লেগে যাবে
এমন চুবনো।


সেই রঙ লাগে- তাত শাড়ি তে,
চোখের পাতাতে
আঁচলের ঘাস ফুলে,ময়ূরী টিপ-এ
ভাং গা চুড়ি র ভেতরে; কাচের বৃত্তাকার প্যাচে,
মার্বেল সাযুজ্যে।


তোমার অকরুণ মুখচ্ছবি আঁকে
দেরাজ, খোলা আকাশে
ধূলিময় উঠো নে,নাচের লাল পাটাতনে
কুয়াশা ভেজা কাচে,আঙুলের আখড়ে।


ঘুলঘুলি খুলে আলো আসে
স্পষ্ট তর তুমি দর্পণে,
পেছন ঘুরে দেখে-
চলে গেলে;আয়নার পিছনে
প্রতিবিম্ব থেকে সরে,
যেন খুব কাছের কেউ!অনুভবের আয়ত্ত,
মিশে গেলে তার ভেতরে;একান্ত একাকীত্ব


পারদের প্রলেপ নেই, ফাঁকি!
প্রলাপ তোমাকে নিয়ে;ভাবনা র আতিশয্য
আয়না থেকে বেরিয়ে এসে,
তুমি হলে- পরিপূর্ণ সে।