তুমি কী আজ এসেছিলে,
দুপুরের খরা এড়াতে?
কিছুটা ঝিমনো,আনমনা ভঙ্গি তে?


ব্যালকনি বরাবর ও বাসার জানালায়
বাড়তি রোদ এড়াবার ছাউনি,
ধীর লয়ে হেঁটে যাচ্ছে;পূর্ব মুখে,
সংযত,কিছুটা লাজুক ভঙ্গি
এতো সুদর্শণ দাঁড়কাক!
         আগে কখনো দেখিনি


কি যে রাজসিক চলন!
মনে পড়ে গেলো তোমাকে;
আজানুলম্বিত কালো কোটে,
মাথায় কালো হ্যাট,হাতে কালো ছাতা
প্রবল বরষায় তোমার নির্ভীক হাঁটা,
কাঁচের চূর্ণের মতো কুয়াশা ঢাকা


রাবার গামবুটে তখন
বৃষ্টি-জল সরাবার সপাসপ!
ভাবছিলাম
তুমিই দাঁড় কাকের রূপ ধরে কী-না
সেই সাথে ভাবনা হেসে ফিসফিসিয়ে বলে গেলো,
                  - লাজুক পুরুষ!