কোমল অন্ত প্রাণ! তাই বুঝি
যে সে এসে
ব্যথা দিয়ে যায়?


পুষ্প,
তুমি সুন্দর থেকো, নিজেকে নরমও রেখো!
তবে-ভ্রমর, মৌমাছি, প্রজাপতি যদি আলগোছে বসে
কানের কাছে ফুসলানো বাণী শেষে
হুল ফোটাতে চায়,
না চাইতেও যখন; গায়ে মুখে পরাগ মেখে যায়,
মধুটুকুন পান করা শেষে; -উড়ে যায়, ভুলে যায় তোমায়,
তুমি তখন তাদের কামড়ে দিতে শেখো!