যাইনি,যাই না
যাবই না,তা তো বলি না!
যাওয়ার ইচ্ছেটিতেই থাকুক তার
ষোল আনা পাওনা।


প্রতিদিন যাই,নিয়ত যাই বলেই
যাই যাই করেও
আজও যাওয়া হলো না!


এই যে,আজ বিকেলেও বৃষ্টি গেলো
আমাকেও ডেকেছিলো
যাবো ভাবতেই চলে গেলাম- - -
রাজহংসী;ভাসতে থাকলাম সরোবরে


ছায়ার শাড়ি ভিজিয়ে;আকাশ
                     নুইয়ে আছে  তাতে,
কি যেন কী কারণে;রাজহংস
                    আসেনি কারো সাথে


বিল জুড়ে তাই,বিরহ থৈ থৈ!


প্রতিদিন যারা যায়,
তাদের কেউই সেখানে আমাকে দেখেনি,
যাব যাব করে
খুব কাছের সেই জলধি কিনারে
আজও যাওয়া হয়নি!


ভাবনা এসেছিল নিতে,বৃষ্টিও
যাচ্ছি না দেখে-
ভেংচি কাটছিলো একজন,
মেঘের আরেক বান্ধবী!এ মেয়েটি নতুন


মেঘ আবার নিয়মিত বাতাসীর সহচরী।
সেদিন দেখা হয়েছিলো ওদের সাথে।
না,সেদিন সাথে বৃষ্টি ছিল না!
মেঘ আর বাতাসী পাশাপাশি শুয়ে,
গায়ে গা জড়িয়ে
শিরশিরে অনুভুতি!এক ছাট বৃষ্টির দুষ্টুমী
কানের কাছে এসে বলে গেলো,
                  - যাবি না-কী ওর কাছে?


বৃষ্টির দিকে তাকিয়ে ভাবলাম,
একদিন আমিও অমন বৃষ্টি ছিলাম।
সেদিনও আকাশ জুড়ে মেঘ গাঢ় হতো!
বৃষ্টির দিকে তাকালেই হ'তো
মেঘের মনে আনন্দ!
চোখ না ফিরিয়েই; অপলক চোখে বলতো,
" তোমাকে এত ভালো লাগে কেনো?"


কিন্তু সেদিনও
মেঘের পাশে ঘুর ঘুর করা
এলো বাতাস হতে পারিনি বলেই
নির্মেঘেই আজো আনন্দ।