হারিয়ে ফেলে তাকে, কত গান লিখেছিলে!
ফিরে পেয়ে কেন আর লিখো-না?
দীর্ঘ বিরহ শেষে, নিকট দূরত্বে এসে
খুশির জোয়ারে কেন ভাসো না?
আনন্দ-গানে সুর বাধো-না!


হারিয়ে ফেলেছো ভেবে,বিরহে সাজিয়েছ যা'কে
পেয়েও কী ফেরাবে তা'কে?
হেলায় কী যেতে দেবে,জীবনের জীবন যে!
মরণের ধূপ কী দেবে জ্বেলে?
মিলন সাজে কী তা'কে সাজাবে না?


ব্যথাতুর করুণ সুরে, গাইছে বিষাদী পাখি?
বেদনার সুর কেন থামে না?
জলতৃষা মিটে গেলে, প্রাণ যদি ফিরে পেলে,
জীবনের সুরে কেন গাও না?


দূরের দূরত্বে থেকে, জীবন ধোয়াশা দেখে
দহনে মরণসম পোড়ানো সে দিন,
কেমন ফুরিয়ে গেল, হতাশারা আশা পেলো
এত চেয়ে; খুজে পেয়ে, সেই প্রিয়জন!


হারিয়ে ফেলেছ যা'কে, ফিরে আর পাবে-না তা'কে
সে কথা ভেবে এমন
আনন্দ বিদায় দেয়া চলে না!
মলীন বিষাদ ঠেলে,সুখের আহ্লাদে আজ ভাসো না!