এই যে নে, নে মেখে নে আমাকে!
আজ শহর জুড়ে ছড়ানো আমার হাসি
মেঘের আদর ফেলে;পালাই পালাই দুষ্টুমি
তাই বুঝি এত গোস্যা,গুরুগুরু শব্দে?


জানিসই তো কেমন আমি!
তুই শীতল হলেই;সিড়ি বেয়ে যাই নামি,
পায়ে পায়ে ছন্দে নাচি,উচ্ছল ময়ুরী!
তুই যে মনে করছিস;অথচ ডাকছিস না
ভেবেই লুটোপুটি!
হাসির শব্দে ভাংগে না কাচ আর
হৃদয় এখনো ভাংগে,
তবে তা "বৃষ্টি" নাম-এ।