পেছন থেকে দৌড়ে এসে প্রথম হতে চাওয়া তোমাকে বলছি,
আমার খুব কাছে বসে হাটু গেড়ে গান শুনতে আসা অভ্যাগত
ভক্ত,যোগ্যতার মাপকাঠিতে যদিও তারা কেতাদুরস্ত;
কদর পাওয়ার মত
সবার কাছ থেকে নির্দ্বিধায় সরে আসতে পেরেছি,
স্মৃতির ঝাপিখানি উল্টে;মনে পড়েনি তাদের কাওকে,
তোমাকে তো মনে পড়ে!


হয়তো দেখা হলে এড়িয়ে যেতে পারবে;
আমায় না চিনে,
থমকে যাবে মহাকাল কেবল আমার দিক থেকে
সময়, বুদ্ধি, হিতাহিত জ্ঞান লোপ পেয়ে।


সবার কাছে মনে হবে
আমার এমন মনে হওয়াটাই অস্বাভাবিক।
জানি;কত স্বাভাবিকই-না আমার বোধ হচ্ছে!
মন জুড়ে প্রশান্তির মৃদু মলয়,
কান্নারা কেমন থেমে যাচ্ছে- - -


পাশ দিয়ে চলে যাওয়া অচেনা পথিক যখন তুমি
টের পাবো তোমার উপস্থিতিতে;বিব্রত মনভূমি।
বাতাস থাকবে না তখন,আলো থাকবে না!
কিছুক্ষনের জন্য সব কিছু স্থির!ঝিম!
মগজের স্নায়ুরাও বিবশ!হিম!
যেন সাইবেরিয়ান তুষারপাতে;আক্রান্ত হিমবাহের শীতে।


অথচ; কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই;খুউব সহজে!
চলে যেতে পারবে তুমি অনায়াসে,
আমায় পাশ কাটিয়ে- - -