আগুনের স্বভাব পোড়ানো
পুড়তে চাইলেই কেবল
আগুনের কাছে ভীড়ো!
আগুনকে বন্ধু ভেবে
পেতে পারো তার কাছ থেকে
আরও কিছু উত্তরীয়।


সে তোমাকে চিনিয়ে দেবে;
তোমার ভেতরের কংকাল থেকে
তোমার নিজস্ব কাঠামো,
প্রলেপমুক্ত ত্বকে;তোমার আসল রুপ
আর কতটুকু তুমি দহনক্ষম।


পুড়ে খাটি হয় সোনা যেমন,
সততারও তেমনি রয়েছে দাহন।
সে তোমাকে শিখিয়ে দেবে-
              সহিষ্ণুতাসহ সংযম।


জানিয়ে দেবে-
নিজের জগতে নিজে, একলা থাকে কীভাবে।
কীভাবে নিরেট বেড়িয়ে আসে;বেলাশেষে।


কামনার আগুনই যদি হয় কেবল যৌবনের পুজি,
সম্ভোগেই জেনো তার বিনাশ।
প্রেমবিহীন জীবনে থাকে না কোন; মাধুরীর অবকাশ।
সময়ের রসদ পুড়ে যায়;বহুগামিতায়,
অকালে বার্ধক্য করে তাকে গ্রাস।


নিজ দেহ মন ও আত্মার সঠিক চাহিদা জানতে
প্রয়োজন আত্মসংযম।
তা'তে জানা যায়; চাওয়া ও চাহিদার মাত্রা,
নিজ দেহের ভেতরের;আকাংখার সত্যতা।


শুদ্ধতা বজায় রেখে;
ত্যাগ আর বর্জণেই সম্ভব; আত্মর্জণ।
নিজেকে নিজে চিনতে পারে না যে,
অন্যকে সে বুঝবে কী করে?