আশ্চর্য উদ্ভিদ যেন, বসন্তের দিনে,
মনের গভীরে মেলে অতি ফিনফিনে–
অচেনা বর্ণিলময় সোনালি আবেশ,
ডানা তার, তার পর হয় নিরুদ্দেশ।


ঠিক যেন আলোর মতন, জেগে ওঠে
কখনও কখনও, বোঝা যায়, তবে–
ছোঁওয়া যায়না তা, যদি কিছু ভাগ্যে জোটে
তার জন্য দিন-রাত জেগে থাকে সবে।


অধরা মাধুরী তার, ছুঁলেই মিলায়
চাইলেও পাওয়া যায় না তাকে, আবার–
না চেয়েও কাছে আসে; নিজেকে বিলায়
সবার মাঝেতে, তবু হয় না সবার।


তার কোনো ব্যাখা নেই, বিবৃতি বিহীন
তার উপস্থিতি, কিন্তু অস্তিত্বের সাড়া
পাওয়া যায়, বাতাসের মতো নিদ্রাহীন,
আর থাকে শুধু তার ফিরবার তাড়া।


*অক্ষর বৃত্ত