আজকে তোমার হাতের ছোঁয়ায়
ভাতের ফেনার আবছা ধোঁয়ায়
স্বপ্ন জাগে।


কাব্য-ছন্দ পিছন ছেড়ে
অনেক দিনের না খাওয়া পেট
ছুটছে আগে।


রাগ-অনুরাগ থাক পরে থাক
ক্ষুধার জ্বালায় ধুকছে শিশু
কাতর হয়ে।


মানছে না আর কোনো কিছুই
কালের স্রোতে সময় কেবল
যাচ্ছে বয়ে।


নেইতো সুধা রুগ্ন মায়ের,
শুকনো বুকে অমৃত নয়
রক্ত ঝরে।


ফুটপাতে হায়! মশারি নেই,
বস্ত্র বিহীন খোকা ঘুমায়
ডেঙ্গু জ্বরে।


আজকে আমার রক্ত চোখে
বক্ষ জুড়ে দুঃখ তো নয়
আগুন জ্বলে।


আয়রে সুদিন আসবি যদি
রাজনীতি-হীন খাবার হয়ে
দিন বদলে।