মায়ের পরশে পরশে
বেঁধেছি মায়ার আঁটি ,
দুঃখের পরশে পুড়ে পুড়ে
হয়েছি আমি খাঁটি ৷


বাবার আদর্শে আদর্শে
সাফল্যের পথও ধরে হাটি,
মন ভরে ভালোবাসি
বাংলার এ মাটি  ৷


বাংলার এ মাটিমাকে ভালোবেসে
ঘুরেছি আমি বাউল বেশে,
খুঁজেছি সুখের সুর
বাংলার গানে হেসে ৷


আমি বহুবার ভেসেছি
বাংলার এ জলে,
পলকে চেয়েছি
রূপসী বাংলার পানে
ভালোবাসার ছলে ৷