জ্বেলে হেরিকেন
রাত জেগে বাবা লিখছেন
          মা নামাজ শেষে
কোরআন পড়ছেন ৷
রাত জাগা ডাহুক ডাকছে ,
রাতের আকাশে তারারা জাগছে ....


অবশেষে সবই থামছে
   থামছে বাবার লিখা,
   মায়ের পড়া,
   ডাহুকের ডাকা
(আর) তারাদের জেগে থাকা ,
     তবুও থামছেনা জীবন নদীর
এই উজান ভাটি ,
  পথিকের পথ চলার
রাঙ্গা মাটি ৷


সময়ও চলছে,চলবেও
সেতারের তিন তার ধরে
     সৃষ্টির শুরু থেকে -
             সৃষ্টির পরেও ৷