এবার বর্ষা ভারী অন্যরকম।
শব্দ করে গর্জে আসে না,
হঠাৎ আসে হুর্মুড়িয়ে।
ভিজিয়ে দেয়,
তবু ভেজে না প্রাণ মন।


তুমিও কি ভিজছো এমন বর্ষায়?
তোমার তো বৃষ্টি ভালো লাগে না!
অস্বস্তিকর, যাচ্ছেতাই বলে ভর্ত্সনা করো।
কিন্তু এবার বর্ষা ভারী অন্যরকম,
হয়তো তুমি ভিজছো প্রতিদিন!
এবার বর্ষায় তোমার আত্ম অহংকার,
হয়তো ভিজে সিক্ত নতুন স্বাদে!


আমিও তো চেয়েছিলাম এমনই সুখের বৃষ্টি!
আজ দৃষ্টি ভেজা বারিদ জলধারা!
এক পশলা সেই সে সুখের বৃষ্টি,
আজ হারিয়ে গেলো কোন গগনের পারে!
এবার বর্ষা ভারী অন্যরকম,
ভেজায় আমায়, তবু ভেজে না প্রাণ মন!
--------------------------------------------