আমার পরিবার বাঁচুক
দুধে, মাছে-ভাতে,
বাকিরা মরে যাক-
করোনার হাতে।

কেনা আছে এক মন আটা
পাঁচ মন চাল,
কয়েক মাস চলে যাবে;
আধা মন ডাল।

পঞ্চাশ কেজি দুধে ভরা
এক ডিপ ফ্রিজ,
বাসা আমার খাবারে;
করে গিজগিজ।

লক-ডাউন, শাট-ডাউন  
ভয় নেই, যাই হোক শুরু,
চল্লিশ কেজি মুরগী আছে;
আছে এক মন গরু।

ঘর যেন শাহজানের
সাজানো বাগান,
কে খায়নি তা ক্যান;
আমায় দেখান।

এক বস্তা লবণ
আর দুই বস্তা আটা,
ফ্রিজে ধই আছে;
সাথে আছে মাঠা।

পাঁচ কেজি মসলা
কম হয়ে গেছে,
সাবুদানা, কিচমিচ;
ঠিকঠাক আছে।

দশ কেজি চিনি
দুই কেজি চা-র পাতা,
আরও কিছু পেলে;
থামতো মাথা ব্যথা।

বাসায় বিছিয়ে রেখেছি
কয়েক মণকে মণ,
বস্তায় বস্তায় আদা-
পেঁয়াজ ও রসুন।

সব কিছু মজুদ
যা হবার হোক,
কম নেই বিস্কুট-চানাচুর-
সেমাই, নুডলস।

ফ্রিজে রাখা আছে
দশ কেজি হাঁস,
ডজন ডজন ডিম;
শত কিলো মাছ।

আছে বিশ পাতা সিভিট
আছে নাপা, ফেনাডিন,
কেনা আছে নাকের ড্রপ;
পর্যাপ্ত আছে লোসেকটিল।

ঘরে আছে হ্যান্ড-স্যানিটাইজার
আছে হেক্সিসল,
দেখে নেবো করোনা
মনে আছে বল।