নিখুঁত, দাগহীন; চকচকে গাল
ঠোঁট গোলাপি লজ্জায় লাল।

দাগহীন ঝরঝরে তরতাজা ত্বক
ছোটো,মাঝারি;বাহারী কাটিং নখ।

কালো-কালার সোজা স্ট্রেট চুল
এসব দেখে যারা প্রেমে পড়েছেন
ধর্ম-বর্ণ, আকার-আকৃতি দেখে-
প্রেমে পড়া চরম ভুল।

ভালোলাগা! ভালোবাসা নয়
ভালোবাসা! ভালোলাগা নয়।

কিছু মানুষ জীবনে থেকে যায়
কিন্তু মনের বাহিরে চলে যায়।

কিছু মানুষ শেষ নিঃশ্বাস অবধি থেকে যায়
কিছু মানুষ একই খাটে, একই বিছানায় থাকে-
কিন্তু মনের বিছানা ছিঁড়ে যায়! ক্ষয়ে যায়
উপায় না পেয়ে মুখ বুঝে সব সয়ে যায়।