আমি শুদ্ধতার পূজা করতে চেয়েছিলাম;
আমি সততার পূজা করতে চেয়েছিলাম;
তোর নিস্পাপ চোখের পূজা করতে চেয়েছিলাম;
সব অশ্লীলতার উপরে রেখে
তোকে দেবী বানাতে চেয়েছিলাম;
কূলষীত চিন্তার গলা টিপে শ্বাস রুদ্ধ করতে চেয়েছিলাম।
পারিনি, আমি কিছুই পারিনি।
দিনশেষে আমিও অবিশুদ্ধ,  
সততার ঠোঁটে আমি লজ্জা,
রন্ধ্রে রন্ধ্রে আমি পাপী,
আপাদমস্তক আমি অশ্লীল,
প্রতিটা রক্ত কনায় আমি কূলষীত।
এবং ভেবে দেখলাম......
এই সবকিছুই আমাকে পুলকিত করে।
কারন......
এরা সবাই মিলেই আমাকে মনে করিয়ে দেয়,
আমিও মানুষ।
সাড়ে পাঁচ লিটার রক্ত,
আর একদলা মাংসের,  
পরিপূর্ণ একটা মানুষ।
নিজেকে মানুষ ভেবে আমি আনন্দিত হই।