শিশিরে পা ভিজিয়ে
সকালের রোদে
চল একবার পাশাপাশি হাটি।
পিচ ঢালা পথ
আর অগ্নি ঝরা দুপুরের সূর্যে
চল একবার একসাথে দগ্ধ হই।
রক্তিম গোধূলিতে
নরম বাতাসের ঝাঁপটাই
চল একবার একসাথে উড়ি।
রাতের গভীরে
লোকালয় পেরিয়ে
চল একবার জ্যোৎস্নাস্নানে যায়।
এবং এরপর.........
আবারও সেই শিশির সকাল
অগ্নি ঝরা দুপুর
রক্তিম গোধূলি
আর জ্যোৎস্নাস্নাত রাতটাকে খুঁজি।
চল এতুকুতেই জীবনটাকে আঁটকে দেই।