মন হারা মিলনের রং ফুটে উঠেছে কৃশ্নচূড়ায়।
শিকল ভাংগা সুর চারিদিকে পথ হারায়।
স্বপ্নগুলো সার্ধের বাহিরে , বাহুতে মাখা কাদা,
সকলি চেষ্টায় করিতে নিজেকে সোডিয়ামের ন্যায় সাদা।


বিভেদ ভুলেনি করিছে সজন প্রীতি,
সকলে হারাইয়েছে হৃদয় হতে মানবতার নীতি।
নীতি হারা মানব গুলোর হাতগুলো কালো,
তবুও সমাজ সংসারে হায় ইহারায় সেজেছে ভাল।


সাম্যের গান চারিদিকে হায় করুন সুরে বাজে,
মানবতা আজ লোক দেখানো তরুনীর মত সাজে।
ভুল ভুল সবি ভুল, মাতৃকার সবাই করছে ভুল,
প্রজন্ম আমার ধংস হবে দিবে হায় এর মাশুল।