উত্তপ্ত জীবন কালের বিবর্তনে
হাজার মানুষ হাজার রং আকছে মনে মনে,
সুখ হেতায় সুপ্ত ফোটা মলিন গোলাপ কাটা,
সবাই হেথায় বেশামাল কপাল সবার ফাটা।
ভাল থাকা হয়েছে আজ দুরারোগ্য রোগ,
যা কিছু পাই সবার আশা করতে চায় ভোগ।
দু:খ হেতায় না চাহিলেও আছি সিন্দুক ভরা,
সবার ইচ্ছা দু:খ ভুলে সুখে জীবন গড়া।
সার্থপর এই পৃথিবীতে সবাই সার্থপর,
হাতের কাছে মুক্ত রেখে ঝিনুক খুজে অনর্বড়।