আমায় সেদিনই চিনবে যে দিন ডাকলে আর সারা দিব না,
সেদিন খুব কাদতে হবে তোমায়।
তুমিও জ্বলবে তুমিও পুরবে,
যতটা জ্বলে পুড়ে নিস্ব করেছো আমায়।
আমার পথপানে একদিন থাকবে বসে, কাটবেনা সময় সবি লাগবে বিশাদ ময়,
অপেক্কায় অপেক্ষায় ক্লান্ত হবে হয়ে যাবে ক্ষয়।
সেদিন তাকাবে আকাশ পানে অঝর শ্রাবন পড়বে চোখে দু:খ স্রোত বইবে তোমার প্রানে,
যত দিছো আমায় তুমি ব্যাথা গ্লানি সবি তোমার জমবে মনে।
সেদিন কাদব আমি ক্যানো যানো?
সর্ব সুখী যদিও হই আমি,
তবুও আমার শুন্য খাচায় তোমার একফোটা অশ্রজল সবচেয়ে দামি।
কথা দিচ্ছি কাদব আমি
যদি কাদো তুমি।
তবে হয়ত অশ্রুজল পাবেনা চোখের কোনে,
তার আগেই হয়ত আমি হারিয়ে যাবো না ফেরার বনে।
আরে মন খারাপ করো না,
সর্গ যদি যাইগো কভু আমি,
কাঁদবো আমি যদি কাদো তুমি।