প্রফুল্লতা  ফুটেছে মুক্ত বিহঙ্গে,
অসীম স্নিগ্ধতা ফুটেছে এ ভুবনও অঙ্গনে।
তৃষ্ণার্ত পৃথিবী মিটিয়েছে তৃষ্ণা,
পুরন হয়েছে অনন্তকালের সুপ্ত বাসনা।


হে বরষা,
তুমি রাঙ্গিয়েছ সব,
চারিদিকে তোমার আগমনের উৎসব।


নদীমাতৃকার শূন্য কোলে তুমি জোয়ার দিয়েছ,
রংধুর সাত রংএ তুমি ধরনীরে সাজায়েছ।
প্রান্তরে  সবুজের আভাস,
তপ্ত পৃথিবী হয়েছে শিতল,কেটেছে হাহাকার আর সর্বনাশ।


হে বরষা,
তুমি রাঙ্গিয়েছ সব,
চারিদিকে তোমার আগমনের উৎসব।


★বরষার আয়োজনে বিভাগের জন্য★