সারাদিনের এইদিক ওইদিক ফিরে;
শেষে পাখি সেই তার নীড়ে।
হতে চেয়েও হয়নি হয়ে ওঠা,
ইচ্ছে ছিল উড়বে সে মেলে তার ডানাদুটা।
ইচ্ছে গুলো আজও উঁকি মারে,
অক্লান্ত বাঁধারা পিছু না ছাড়ে।
গ্রীষ্মের অফুরন্ত রোদে,
শীতের কুয়াশা ভেজা ঘাসে,
ইচ্ছেগুলো, স্বপ্নগুলো আজও চোখে ভাসে।
কিছু আশা পড়েছে চাঁপা,
কিছু রয়েছে বেঁচে নিয়ে ক্ষীণ আশা-
হবে একদিন তারও কবিতা ছাপা।