তুমি অনেক জটিল,
জটিলতা যেন তোমার প্রত্যেকটি কণাতে।
এই শুরু, এই শেষ,আবার কখনো শেষ হয়েও যেন হয় না শেষ।
তুমি এসো কাঁদিয়ে যাও-ও ওই কাঁদিয়েই।
তবে একবার কাঁদি আনন্দে আবার একবার দুঃখে। তোমার পরে চলে হাজারো ভাঙ্গা গড়ার খেলা। কখনো তুমি এসে একটু সাজিয়েই নষ্ট করে ফেল সব,
আবার কখনো বাহ হয় সাজানোই হয় নাহ শেষ। বেশ, তোমার যা ইচ্ছা তুমি তাই করো।
তবে আমাকে একটু রেহাই দিয়ো।