নতুনের ছোঁয়ায় মেতেছিলাম,
হারিয়ে নতুন-কে কেঁদেওছিলাম।
প্রথমের দিন মনে পড়ে,
মনে পরে আর শেষের।
পড়ে থাকে অনেক বর্ণনা নানান বেশের।
সময়ে কাটানো সেই সময়,
আজ লাগে ছলনাময়।
ভালোতে ভালো,
আর, খারাপে যেন আগুন জ্বাল।
ভুল, তোমার কি আর একারি,
অনেক খানি-ই হয় আমারি।
শিকার করে হব ভালো কেন?
এতো মানুষের চরিত্রে যেন।
মানুষে চেনে শুধুই ধন,
ক্ষ্যাপে জানলে নিষ্পাপ মন।
নতুন কত নতুন আরো
ছাড়ো পুরনো-কে এবার ছাড়ো।
আমি পুরনোতে আছি ওতেই থাকি,
সময়ে দেব উঁকি-ঝাঁকি।
আমি, নতুনের ছোঁয়ায় মেতেছিলাম,
নতুন-কে হারিয়ে কেঁদেওছিলাম।