অজানা এই জীবন আমার,
পড়েছে চক্রে আমার-তোমার।
বুঝেও অবুঝ সে,
এ অসীম খেলা যে।
চাই আর চাই,
তাই কি আর পাই?
চাওয়া পাওয়া মিছে সব,
শেষে সবই নীরব।
সুখের-দুঃখের জীবন মেলা,
হয় না তো পূরণ এ ঠ্যালা।
এই পথ,সেই পথ,
ওঁদের এঁদের ভিন্ন মত।
শুরু-শেষ ওখানেই,
মিলন মেলা যেখানেই।
আত্মার আত্মা বলে কী?
এত ভেদাভেদ করিসনি।
তুই ও যাবি আমি যাব,
তাই কি আর দুঃখ পাব?
অজানা এই জীবন আমার,
যাব আমি,বিদায় চাই তোমার।