আচ্ছা ! ঠিক কতটা অন্ধকারে একটা মানুষ হারাতে পারে ?
একটা প্রশ্নের মুখোমুখি এসে থমকে দাঁড়ালাম
কফনের থেকেও কফিনের অন্ধকারটা বেশী গাঢ়!
নিস্তব্ধতায় একটা সুদীর্ঘ ঘুম - নেমে আসছে চোখে,
ঠিক কটা স্লিপিং পিল মেশানো ছিল ? প্রশ্ন অবান্তর !
প্রতিরাতে জন্ম দেওয়া কলমটার পরে আছে ....
কবি এখন ঘুমাচ্ছে ! সাইলেন্ট প্লিস !
শব্দ গুলো নিস্তেজ ! সাদা কাগজের উপর জড়িয়ে ছিটিয়ে
পরে আছে ! কাল না ফাইনাল প্রিন্ট!
কথা দেওয়া ছিল ওই সিরিজটা আজকেই শেষ করবে !
তবুও কবি ঘুমাচ্ছে ! শতাব্দীর শেষ ঘুম !
আবার প্রশ্নটা ভেসে এলো – আচ্ছা ! ঠিক কতটা অন্ধকারে একটা মানুষ হারাতে পারে ?