অনামিকা,আজ প্রেমের এই পাতাঝরা রুক্ষ সময়ে
দাঁড়িয়েও বলতে পারি,আবার বসন্ত আসবে ।
প্রেমের মরুভুমি আবার সবুজ রঙে সাজবে,
তবে ততদিন তুমি কি অপেক্ষা করতে পারবে ?
জংধরা পায়ের শিকল,ক্রমশ ক্ষিন হতে ক্ষিনতর হবে,
সময়ের শীতলতায়,সমাজের সব তাপ-উত্তাপ,
একদিন যথারিতি,আমারই মত শীতল হয়ে যাবে,
তবে ততদিন তুমি কি অপেক্ষা করতে পারবে ?
সময়ের সাথে সাথে আমিতো কবেই পাল্টে গেছি,
অবহেলায় ভুলেছি নিজেকে,আমি তোমাতে মিলেছি ।
তবু দৃষ্টিতে তোমার,দেখিনি ক্ষিনতম স্নিগ্ধ হাতছানি,
অনামিকা আমায় তুমি ক্ষমা করতে পারবেনা জানি,
তবু আজ এ প্রচেষ্টা হয়ত শুধু,নিজেকে শান্তি দিতে চায়,
কথা দিতে পারি,একদিন আমি বদলে দেবই সময়।
সেদিন সেই সময় অবধি,তুমি কি হাতে হাত রাখবে ?
শুধু সময়ের জন্য,তুমি কি অপেক্ষা করতে পারবে ?