একটা মানুষ খুঁজি
**********
সৌগত রানা
"""""""""""
আমি এদিকে ওদিক খুঁজি,
পাগল উদভ্রান্তের মতো শুধু মানূষ খুঁজে বেড়াই,
নিজে একটু মানুষ হোবো বলে !
চারপাশের সব পোষাক পড়া পুতুল মানুষগুলোর ভিড়ে,
একটা রক্ত মাংসের মানুষ দিতে পারবে আমায়?
থলথলে বেড়ালের মতো পাপের চর্বিদার মানুষ নয় গো,
একটা মসৃণ সুঢৌল মুক্ত মনের মানুষ চাই আমার।
জানোতো পৃথিবীরর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে,
একটা সুঢৌল মানুষের নগ্ন শরীর
আর তার শরীরী আত্মাদর্শ ।
আমি তোমাদের কাছে উন্মুখ হয়ে
সেই মানুষটারেই খুঁজি,
যার কাছে পাবো একটু লালন রবি সুখ।
আহা কি মধুর সেই সুখ,
নিজেকে মানুষ করে গড়ার
সেই পাগল পাড়া সুখ ।।
                                রচনাকাল :: ০৬/০৯/২০১৬