সন্ধ্যে হলে সব ডাক-কূহকরা ক্লান্ত হয়,
অস্তাচলে যখন পৃথিবীর তাবৎ ব্যাস্ততা,
তখন কেবলি আমার ডাক পরে তোমার কাছে !
আমার ক্লান্ত পায়ে তোমার
শেকল ণুপুর আর কতো ?
মাঝে মাঝে ভুলে যাই,
কখনো তুমি আমায় ভালোবাসতে !
সন্তানবান করেছ বলে,
আমি কি শুধুই তোমার স্বামী ?
কখনো কি হতে পেরেছি পুরুষ তোমার ?
সভ্যতার ললাটে আজ নারী তুমি
মেখেছ আধূনিকার সিঁদুর,
পুরুষ আমার লজ্জাস্থান,
আজ শুধুই প্রজননের অংকুর !
                       রচনাকাল :: ১৪/১০/২০১৬


Copyright@ sougat rana