কবিতা ?
সেতো আমার কন্ঠ-বীণা,
যার সুমধুর সুরে আমার
নিত্যদিনের সুখকে কেনা !
আমি,তোমাদের এই আমি
আজ বাঁচিয়ে হয়েছি,
বাংলার নেপথ্য সব শব্দ শিল্পে ।
প্রাণ থেকে নিস্প্রাণ,
প্রেম থেকে দ্রোহ,
অরন্য থেকে প্রমত্তা সমুদ্র সম্মুখ,
আমি,সব,সব ছুঁয়েছি আমার এই কন্ঠ-বীণায়  !
যদি কখনো সম্মুখে সেই সমাপ্তি আসে,
তবে আমি তাতেও হতে চাই বরনীয়।
সেইদিন,
সেই মহান অধিপতির সম্মুখ হয়ে,
এই কন্ঠ-বীনাতেই হবে না হয়
সময়ের সব হিসেব নিকেশ !
                             রচনাকাল :: ০১/১০/২০১৬