মথুরা স্টেশনে পাতা বেঞ্চের পড়ে..
বৃদ্ধা মাতা বসে বুকে আগ্রহ ভরে..
বলে গেছে খোকা তাঁর,"যেও না কোথাও,
এক্ষুনি আসছি ফিরে,একটু দাঁড়াও"!!!


স্মৃতির স্মরনীপটে আজও ভাসে তাঁর,
ছোট্ট খোকন ছাড়া যখন কেউ ছিল না আর,
খোকার বাবা তাঁকে ছেড়ে গিয়েছিল চলে,
দুর্বলতার সুযোগ নিয়ে,কিচ্ছুটি না বলে..!
ভেবেছিলো,কেউ না থাকুক,আছে তো খোকন,
ওকে নিয়েই কাটিয়ে দেবে বাকিটা জীবন !!!


খোকা তখন বি'কম অনার্স,বলছে,''মা গো মা,
অনেক কষ্ট পেয়েছো,আর ভাবতে হবে না,
একটু ধৈর্য্য ধরো মা,আর থাকবে না এ দিন",
দৃঢ় প্রত্যয়ে বলেছিল খোকা আসবেই সুদিন !!!


এখন খোকা সংসারী খুব,শহরেতে থাকে,
গ্রামের ভিটে বেঁচে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে মাকে !
সম্বিত ফেরে,অস্থির মন,কখন আসবে খোকা...
দিন চলে যায়,বেঞ্চের পড়ে বুড়ি বসে থাকে একা !


ছেড়ে চলে গেছে বাপের মতোই,
                               খোকা আর ফেরে না ,
বছরের পরে বছর পেরোয়,কেউ খোঁজ রাখে না,
বৃদ্ধা জননী একা ঘুরে মরে মথুরার রাস্তায়,
ভগবান ছাড়া কেউ নেই তাঁর,ভিক্ষা করে খায় !!!