এক একটা দিন যায়,
বড় অস্থির এ সময় l
জামার বুক পকেটের নীচে ঘুমন্ত এই মন
ক্লেদাক্ত,ভিজে,চলছে রক্তক্ষরণ
শিক কাবাবের মতো ঝলসেছি আগুনের কিসে ভয়
আমি যুগে যুগে দুর্জয় l
আজ ভীষন লালসা বলে,
ক্ষমতার লোভ পুঁজিবাদী পা সমানেতে চেটে চলে,
এক গোপন সমঝোতায়,
ধুর্তের মতো একে অপরের পিঠ শুধু চুলকোয় l
শকুনের চোখ স্বার্থসিদ্ধি তরে,
অলীক স্বপ্ন ছেড়ে দেয় আমার রাতের আঁধার ঘরে!
তারপর,জয় কালোবাজারির জয়,
মুদ্রাস্ফীতি রকেটের গতি,উর্দ্ধে গগনে ধায় l
আমার ভেঙে পড়ে সঞ্চয় ll
আজ বড়ই দুঃসময় l
উদভ্রান্তের সংশয়,
তিলে তিলে গড়া সমাজ শাসন সকলি ভ্রান্তিময়!
কল্যাণকর যত প্রচেষ্টা,আইন,যত সংগ্রাম,
বলে,"সবকুছ্ হ্যায় বিলকুল ঝুটা,বদল ডালো তামাম"l
বিজ্ঞাপনের প্রচারের ঘোড়া ছুটছে বিশ্বময়,
উন্নয়নের পাহাড়ের নীচে বিভেদের চোরা ক্ষয় l
কিছু আছে যারা খাবে সব,করে নানা ছলছুতো,
বাকিরাও খাবে,গরম হাওয়ায় উন্নয়নের গুঁতো l
এক একটা দিন যায়,
আসছে আজ সময় l
ভিক্ষাপাত্র হাতে প্রতারক আবার আসবে দ্বারে,
দরোজায় টোকা মারবে মুখোশ পড়ে l
করি দৃঢ় প্রত্যয়,
ফুল ফোটাবোই,মরুঝড়ে হবে আবার সূর্যোদয় l
অহঙ্কারীর বিজয় পতাকা হবেই ধুলিস্যাৎ ,
কিন্তু কে ধরবে এই হাত !
এক একটা দিন যায়,
বড় অস্থির এ সময় lll