কখনো সময় আসে কিছু তারা ব্যথা হয়ে যায়
গ্রহানুপুঞ্জ দূরে ছোটে
আপন আপন পথে;যাঁরা যায় তাঁরা বলে যায়
প্রভাতী কুসুম যেন ফোঁটে l
এক পায়ে ছায়ানট, অদিতি হে প্রাচীন অদিতি
ধূর্জটি শ্যামল গরদ,
এক পায়ে ছায়ানট স্থবির নীরব বনবীথি
লালিত এ মাটির দরদ l
যে সয় সে রয়
এখন চারণভূমি,অতীত ফসিলে অব্যয়
নিভৃতে ঘুমায়,
যাঁরা যায়,ব্যথা হয়ে যায় l