ক্রমশঃ দুর্ভেদ্য আজ তমিস্রার গাঢ় পূর্নগ্রাস,
হৃদয় প্রকোষ্ঠে মূর্ত শতাব্দীর শ্রেষ্ঠ উপহাস !
এখানে জীবন্তদগ্ধ প্রাণোচ্ছল বাঁচার শপথ ,
সভ্যতার ধ্বংসস্তূপে দম্ভ গড়ে নগ্ন ইমারত l
উপদ্রুত মানবতা,হতবাক বন্য ইতিহাস ,
বধ্যভূমি মাঝে শুনি মুক্তি গীত গায় মে মাস !


সহসা সে সঙ্গীত মূর্ছনা লাগে সুখশ্রাব্য,
রুদ্ধ ঘরের মাঝে আর কতকাল বসে ভাববো,
নীরবতা প্রতিবার প্রতিদানে আনে কালরাত্রি,
আমরা তো বহুকাল মৌন সে পথে সহযাত্রী l
সহ্যের দিন শেষ, পিছুটান আজ দুর্বোধ্য ,
চাই না দয়ার দান, বাইশটা প্রান গেছে সদ্য l
সম্মুখে কঠিন পথ, উন্নয়নের অভিসন্ধি,
আমরা রুখবো পথ,আমরাই হব প্রতিদ্বন্দ্বী l
পথে পথে প্রতিবাদ সোচ্চারে রাখবে সে প্রশ্ন,
তুচ্ছ মৃত্যুভয়,উত্তাল মনের কবোষ্ণ l
জনতার পদাঘাতে ভাঙবেই জানি নৈরাজ্য,
রক্তিম পথ শেষে মুক্ত ঠিকানা অনিবার্য l
আসন্ন দুর্যোগ সৃষ্টির খোঁজে হবে উদ্দাম,
সংগ্রামী মে'র কাছে গোপনে সে বার্তা পেলাম l