তোমার আকাশ ধোঁয়ায় ধোঁয়ায় ঢাকা ,
তোমার মাটিটা রাঙা রক্তেতে লাল ,
বাতাসে তোমার বিষ,শুধু বিষ রাখা...
তোমার মাটিতে নাগরিক বেসামাল !!!


মধ্য যুগের হিংস্র মানসিকতা...
রেখে যায় শত মৃত মানুষের স্তূপ...
কচি শিশুদেরও ছাড়ে না বর্বরতা ,
তবু যেন কেন,দুনিয়াটা নিশ্চুপ !!!


কত অসহায় আশ্রয় খুঁজে ফেরে ,
তোমার সীমায় শরণার্থীর ভীড় ,
ত্রাণের খাওয়ারও ইজ্জত দাবী করে....
বেআব্রু হয় ত্রস্ত ত্রাণ শিবির !!!


তোমার শরীরে শুধু ধ্বংসের ক্ষত..
যুদ্ধ তবুও চলছে,চলবে ঠিক ,
মরছে মরুক,শৈশব শত শত...
হবে না তীব্র প্রতিবাদ মানবিক ???