মোমবাতি হাতে মিছিল যায়
প্রতিবাদ চলে বইপাড়ায়
ক্রমাগত সীমাবদ্ধতায়
ত্রস্ত দিন,
দুঃসহ এই উষ্ণতায়
সভ্য স্নায়ুর দ্বিচারিতায়
কারা যেন আজো পথ হারায়
অন্তহীন l
দশটা পাঁচটা চলছে বেশ
ছক কষে চলা আজ অভ্যেস
জ্বলছে, জ্বলুক প্রান্তদেশ
ভাবেনি কেউ,
আগুন বাড়ায় সীমানা তার
দ্রুত কাছাকাছি শহরটার
ভাঙবে কি ঘুম নীরবতার
জাগবে আদৌ ?
নব জাগরণ আনবে অগ্রগতির টেউ ?