হা হতোস্মি ! মোলো যা মরন l খরিদ-ফেরত,জয়-পরাজয়,
ও রাজকন্যে? প্রেমে ও যুদ্ধে ওসব ন্যায্য; চিত্রাভিনয় l


অভিনয়? সে তো মঞ্চসফল l পুনরুত্থান বা হাতের খেল্ ,
মুখে মুখে ছড়া পাঁচালীর শ্লোক-"সিদ্ধপুরুষ,রেবেল রেবেল "l


সিদ্ধপুরুষ কি না তা জানিনা l এ সময় তবু প্রবাদ প্রতিম,
চুয়াত্তরের কোলে ও কাঁখালে রক্তস্নাত রাম ও রহিম l


আমলনামার জোয়ার ভাঁটায় চাপান-উতোর কে কার   আগে ?
এদিকে যখন উপোস-তিরেস,সীমান্তে রোজ যুদ্ধ লাগে l


ও রাজকন্যে? যখন শরীর চিড়ে ফুঁড়ে জনারন্য বাড়ে,
ওঁরা মুখে নেয় পাঞ্চজন্য l অন্ধভক্তি চমৎকারে l


মাঝামাঝি কিছু নেই l মুখে হয় ক্ষমতার গান অথবা সেলাই ,
ভাবিস নে তুই l সোনার মৃগয়া পাকাপাকি ভাবে রিমান্ডে চাই l


শান্তির জল ডাহা ফেল l সব বা হাতের খেল,আর কিছু নয়
বিবিধ ভারতী বাঁচিয়ে রাখিস রামধনু,বাকি বলবে সময় l