হাতের তালুর মতো ভীষণ ভীষণ তুমি চেনা
নিস্প্রান মানচিত্র ঠিক ধরতে পারবে না l
প্রবাসী হৃদয়ে তুমি,তুমি নও বদ্ধ কারাগার
তুমি জন্মদাত্রী আমার l
সূত্রপাত তোমা থেকে,যবনিকাপাতে রবে ঋণ
এ চোখ তোমার দেওয়া,চোখ তাই বিশ্বজনীন l
মুখশ্রী বসুধার,গোলকের অংশবিশেষ
তুমি দেশ l
হাতের তালুর মতো বহু দেশ,বদ্ধ করি মুঠো
পৃথিবী আমার দেশ একমাত্র,নয় সেটা দুটো l
ঐক্যবদ্ধ অঙ্গীকার,চেতনা স্বাধীন
এ দান তোমার দান,সার্বজনীন l