নিবিড় জ্বলেছো দিন l টেনে নিয়ে রাতের চাঁদর
নীরব বালিশে
মাথা রাখো l ধাতস্থ হোক ক্লীশে শব্দ; এবার বাঁধো ঠোঁটের কার্নিশে
নরম সুঁতোর পরে ধনুকের ছিলা
সারাটি দিনের শেষে নেমেছে গভীর রাত l স্বপ্নেরা পার্বত্য টিলা
হেঁটে যাক আপন মেরিটে
কখনো হয়নি বলা,-না হয় না বলা থাক l ঘুমন্ত রাত্রির ভিটে
আকাশ পাতাল ভেবে প্রসূতি রাতের পেটে একফালি
সোনালী সকাল
অনির্দিষ্টকাল,নীরবে বলে যাবে অনির্দিষ্টকাল
বন্দী জেগে আছো
বন্ধু জেগে আছো ll