একটা পরিবর্তন ঘটেছে নিজের অজান্তেই l
আজকাল নাকি চার ফুট ছ ইঞ্চির চওড়া
খাঁচা ছাড়া দিন বদলের স্বপ্নেরা
পোষ মানে না l
আইওয়াশ করার স্বচ্ছ দৃষ্টি চাই....
ডিজিটাল ছিপের কাঁটায় বিদেশি চারের
বরাত পাকা !
শুধু ধৈর্যের ইনভেস্ট হাঁড়ির খবর জানার,
এরপর ফাতনার পাল্স বুঝে
টান মেরে জনমতের সহানুভূতির ফসল
মজুদ করতে হবে স্বার্থের গোলায় ll


যুগের ইঁদুর দৌড়ে আমিও সামিল l
বুকের হাপরে
প্রানপন চেষ্টা করি কলজেটাকে ইঞ্চি খানেক বাড়াবার,
অস্থিকঙ্কালসার অপুষ্টির পাঁজর বেড়িয়ে পড়ে l
আজকাল কান পাতলে
আর মনের কথা শুনতে পাই না,
ইথার তরঙ্গে শুনতে হয় l
আয়নায় নিজেকে দেখতে বড় ভয় করে,
সেলফিতে মুখ দেখতে হয় l
একহাতের মুঠোয় বোবাফোন
আর অন্য হাতে মোমবাতির নরম আলো,
আমার লাজুক প্রতিবাদের ভাষা l


ক্লীবত্বের ফরমুলা হাতের মুঠোয় !!!