শহর প্রান্তে কোন এক স্থানে চার দেয়ালের কোনে,
অভিমানী মন,উদাসী দুচোখ চেয়ে আকাশের পানে,
যখন,বৃদ্ধাবাসের একাকী হৃদয় ভাঙে বোবা কান্নায়
তখন,তোমার আমার গোলাপী হৃদয়ে
                           বসন্ত ডেকে যায় !!!


ঐ যে ছেলেটি গোলাপ বেচছে বড় রাস্তার মোড়ে,
ফুল না বেচলে জুটবে না ভাত,তাই সারাদিন ঘোরে
তাঁরা বসন্তে দাঁতে দাঁত চেপে দিন আনে দিন খায়,
আর তাঁর কাছে কেনা ফুলে
                        বসন্ত সাইরেন হেঁকে যায় !!!


অন্ধ গলিতে দাঁড়িয়ে যে নারী,শরীর বেচার খোয়াব,
পেটের জ্বালায় বসন্ত তাঁর মিলনের উৎসব...
বসন্ত কবে এলো গেল তাতে কিবা তাঁর এসে যায়,
তখন তোমার আমার শহুরে জীবন
                       রাঙা বসন্তময় !!!


স্বপ্ন দেখি একটা ফাগুন সূর্যের মতো রাঙা ,
কোনো ভেদ নেই,রাঙায় তাঁদেরও,
                     যাদের জীবন ভাঙা !
মায়ের মতন এক বসন্ত কল্পনা করে যাই,
যেথা ধনী দরিদ্র মধ্যবিত্ত,
                       কোন ভেদাভেদ নাই !!!